বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজির কাছে ২৭ আগস্ট চিঠি পাঠিয়েছে বিসিবি। একাদশ আসরে অংশগ্রহণের জন্য ফ্র্যাঞ্চাইজি ফির দেড় কোটি আর ক্রিকেটারদের সম্মানী পরিশোধের জন্য ৮ কোটি টাকার ব্যাংক জামানত চাওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৩ সেপ্টেম্বরের মধ্যে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিলেও টুর্নামেন্টে থাকা নিশ্চিত। সে ক্ষেত্রে ব্যাংক জামানত একটু পরে দিলেও চলবে বলে জানা গেছে। বাস্তবতা হলো, এবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি পাওয়া নিয়ে শঙ্কা দেখে দিয়েছে।
পুরোনো সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল রাজনৈতিক পট পরিবর্তনের পরই সপরিবারে বিদেশে চলে গেছেন। রাজস্বের ভাগ না দিলে বিপিএলে থাকবেন না বলে মিডিয়াকে জানিয়েছেন তিনি। বর্তমান বাস্তবতায় কুমিল্লাকে বাদ দিয়েই চিন্তা করতে হচ্ছে বিসিবিকে।