আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা 

সারা বাংলা
  1. শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:খুলনার পাইকগাছায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত হলো উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা।উক্ত প্রস্তুতিমূলক সভাটি পূজা উদযাপন পরিষদ, মন্দির কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে ২৯ সেপ্টেম্বর রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন ইসবাত হোসেন,থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাস,পৌর সভাপতি বাবুরাম মন্ডল,জেলা পূজা উদযাপন পরিষদের নেতা মৃত্যুঞ্জয় সরদার সহ সরকারি কর্মকর্তাবৃন্দ, পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ।সভায় উপজেলা নির্বাহী অফিসার,সেনা ক্যাম্প ইনচার্জ,থানা অফিসার ইনচার্জ জানান,পাইকগাছা উপজেলায় মোট ১২৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।উর্দ্ধতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যথাসম্ভব নিরাপত্তায় কাজ করবে।ইতিমধ্যে শারদীয় দুর্গাপূজা নিরাপদে সুষ্ঠু সুন্দরভাবে পালনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *