আশুলিয়ার নিরিবিলিতে ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শো-রুম উদ্বোধন

সারা বাংলা

নিজস্ব প্রতিবেদক :

 

ঢাকার সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিংয়ে উদ্বোধন করা হয়েছে দেশের জনপ্রিয় ব্র্যান্ড ওয়ালটনের প্রথম ফ্র্যাঞ্চাইজি শো-রুম।

বুধবার বিকেলে উপজেলার নিরিবিলি এলাকার ফাল্গুনি হাউজিংয়ের ডায়মন্ড টাওয়ারে এ শোরুমের উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

ওয়ালটন সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোক্তারা বিনিয়োগ করে এমন শো-রুম চালু করতে পারবেন। ব্যবসায়ী খন্দকার আলাউদ্দিন এ উদ্যোগের আওতায় বিনিয়োগ করে প্রথমবারের মতো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শো-রুম চালু করেন।

বিকেলের দিকে শো-রুমে এসে ফিতা কেটে এটি উদ্বোধন করেন আমিন খান। পরে তিনি ঘুরে ঘুরে শো-রুমের বিভিন্ন পণ্য দেখেন ও খোঁজ নেন। পরে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।এতে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে বক্তব্যে আমিন খান বলেন, আজকে সত্যিই ওয়ালটনের জন্য একটি আনন্দের দিন। আমরা আজ নতুন একটি বিক্রয় পদ্ধতি। এটা আমরা এজন্য করেছি, যাতে সাধারণ মানুষ যারা ব্যবসা করতে চায়, দেশিয় পণ্য দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে চায়, মানুষের কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে চায় সেটাকে সহজ করতেই এ উদ্যোগ। আজকে প্রথম এমন একটি ফ্র্যাঞ্চাইজি শো-রুম চালু করা হলো। খন্দকার আলাউদ্দিন এই কারখানা চালু করেছেন। উনিও চেয়েছেন দেশের সাধারণ মানুষের কাছে দেশিয় পণ্য পৌঁছে দিতে। তাকে অভিনন্দন জানাই। এমন আগ্রহী অন্যদেরও বলবো, আপনারা এ উদ্যোগে অংশ নিতে পারেন। এমন ব্যবসা প্রতিষ্ঠান করতে চাইলে ওয়ালটনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ উদ্যোগের মধ্য দিয়ে দেশিয় পণ্যের উৎকর্ষতা বৃদ্ধিতে অংশ নিতে পারবেন।

এ সময় তিনি আরও বলেন, সবাইকে বলবো আপনারা নন ব্র্যান্ড পণ্য কিনবেন না, ব্যবহার করবেন না। এসব কিনে ঠকবেন না। এগুলোর কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি থাকে না। দেশের টাকা বিদেশে চলে যায়। তাই দেশের টাকা দেশে রাখতে দেশিয় পণ্য কেনার আহ্বান জানাই। স্বাগত বক্তব্যে ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শো-রুমের উদ্যোক্তা খন্দকার আলাউদ্দিন বলেন, দেশে তৈরি করা আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রনিক পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আমি এ শো-রুম চালু করেছি। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সব ধরনের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।

ইন-চার্জ অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট (ফ্রাঞ্চাইজি) মাহাবুবুল হাসান মিলটন বলেন, এটি ওয়ালটনের প্রথম ফ্র্যাঞ্চাইজি শো-রুম। আমরা দেশের সব ধরনের মানুষের কাছে পণ্য আরও ছড়িয়ে দিতে এ উদ্যোগ নিয়েছি।এতে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ, সিনিয়র ডেপুটি আপারেটিভ ডিরেক্টর মিরাজুল হক মিনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্র করা হয়। এ সময় বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেন আমিন খান। এছাড়া ওয়ালটন ফ্র্যাঞ্চাইজি শো-রুম চালু করায় খন্দকার আলাউদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন ইন-চার্জ অব ব্র্যান্ড ডেভেলপমেন্ট (ফ্রাঞ্চাইজি) মাহাবুবুল হাসান মিলটন।

এদিকে নিরিবিলি এলাকায় ওয়ালটন শো-রুম চালু করায় এটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ওয়ালটন শো-রুমে আসা মাহফুজা আক্তার রুমা নামে এক গৃহবধূ বলেন, আমাদের আগে ইলেকট্রনিক কোনো পণ্য কিনতে দূরে যেতে হতো। নিরিবিলিতে যে শো-রুম হয়েছে, এটির কারণে এখন বাসার কাছ থেকেই জিনিসপত্র কিনতে পারবো।

জাহাঙ্গীর আলম নামে আরেক ক্রেতা বলেন, আগে এখানে কোনো শো-রুম ছিল না। এখানে অনেক জিনিস রয়েছে। ঘুরে দেখলাম, ভালো লাগছে। সামনে এখান থেকেই জিনিসপত্র কিনবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *