আশুগঞ্জে ওয়ান শ্যুটারগান ও রাবার কার্তুজসহ এক জন আটক….

Uncategorized

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওয়ান শ্যুটারগান ও রাবার কার্তুজসহ এক জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মো. রাসেল মিয়া (৪২) নরসিংদী জেলার সদর উপজেলার চিনিসপুর গ্রামের মো. ফিরোজ মিয়া ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চত করে আশুগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার সকালে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক উল্টো দিকে ঘুরিয়ে চলে যায়। পরে পুলিশ ধাওয়া করে ট্রাকটিকে আটক করে। এ সময় ট্রাকে থাকা ৪-৫ জন ব্যক্তি পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক তল্লাসী করে ৭টি ককটেল, ২টি রাম দা, ৬টি লোহার পাইপ, ১টি বাটন মোবাইল ও ৩টি গরু উদ্ধার করে।

তিনি আরো জানান, ট্রাক রেখে পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটকে পুলিশি টহল জোরদার করা হয়। পরে সকাল সাড়ে ৭ টার দিকে টোল প্লাজার সামনে দিয়ে ভাড়াকৃত মোটরসাইকেল যোগে ভৈরব যাওয়ার সময় রাসেল মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তাল্লাশী করে ১টি ওয়ান শ্যুটারগান ও ১টি রাবার কার্তুজ উদ্ধার করে।
রাসেল প্রাথমিকভাবে জিজ্ঞাসায় স্বীকার করে ট্রাকে সে সহ আরো ৪ জন ছিলো। বাকিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *