মোঃ ম.ইলাহী ,
বিশেষ প্রতিনিধি :
রাজধানীতে নূর হোসেন দিবসে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে পুলিশি তৎপরতার মধ্যে গ্রেপ্তারের এ তথ্য এল।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে জমায়েতের চেষ্টার অংশ হিসেবে তৈরি করা যুক্তরাষ্ট্রের সদ্য বিজয়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্লাকার্ডসহ অন্তত ১০ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের এ তথ্য শনিবার মধ্যরাতে এক বার্তায় জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান।
এসময় তাদের কাছ থেকে ট্রাম্পের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ৯০ দশকে স্বৈরাচার এরশাদবিরোধী গণ আন্দোলনে নিহত নূর হোসেনের প্ল্যাকার্ড উদ্ধার করা হয়।
ডিএমপির বার্তায় বলা হয়েছে, “এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।”
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম বার্তায় উল্লেখ করা হয়নি।
রোববার জিপিও সংলগ্ন শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ নূর হোসেন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে। এটিকে ঘিরে পুলিশি তৎপরতার মধ্যে গ্রেপ্তারের এ তথ্য দেওয়া হল।
ছাত্র জনতার আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের এটিই প্রথম কর্মসূচি।
ডিএমপির বার্তায় বলা হয়, “সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধ মিছিল সমাবেশের কর্মসূচি পালনের নির্দেশ প্রদান করেছেন।
“শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে অবৈধ মিছিল সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ডসমূহ ঢাল হিসেবে ব্যবহার করে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনা দেন।”
বাংলাদেশের সঙ্গে বন্ধু প্রতীম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে এ অপতৎপরতার পরিকল্পনা করা হচ্ছে বলে বার্তায় বলা হয়।
এতে বলা হয়, এসব অপতৎপরতা রোধে পুলিশ কাজ করছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যেকোনো চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।