মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :
যশোরের অভয়নগরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। “একডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখেদিন ” এই প্রতিপাদ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তর এর স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় এর আওতায় প্রাথমিকভাবে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের বিনা মূল্যে এ্ইচপিভি টিকাদান প্রদান করা হয়। নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ্ইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুলা ইসলাম মল্লিক, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলীমুর রাজীব। এসময় আরও উপস্থিত ছিলেন ডা. লাভলী আক্তারসহ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ টিকাদান ক্যাম্পেইন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়।