আন্তর্জাতিক

হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক পদত্যাগ করছেন

news

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যোগাযোগ পরিচালক পদত্যাগ করতে যাচ্ছেন।
হোয়াইট হাউস থেকে বুধবার এ কথা বলা হয়েছে।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যে ক’জন শীর্ষস্থানীয় কর্মকর্তা পদ ছেড়েছেন তিনি তার সর্বশেষ।
প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, কেট বেডিংফিল্ড চলতি মাসের শেষের দিকে পদত্যাগ করছেন। কারণ হিসেবে তিনি স্বামী ও সন্তানকে আরো সময় দেয়ার কথা বলেছেন।
কেট নির্বাচনী প্রচারণায় অংশ নেয়াসহ হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেন।
এ প্রসঙ্গে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেন, তিনি প্রেসিডেন্টের দ্বিতীয় দফায় ভাইস প্রেসিডেন্টের কাল থেকে শুরু করে প্রচারণা এবং শেষে হোয়াইট হাউসে বিশাল দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বেডিংফিল্ডের আগে বাইডেনের র‌্যাপিড রেসপন্স ডিরেক্টর মাইক গুইন এবং প্রেস সেক্রেটারি জেন পাসাকি পদত্যাগ করেন।
এছাড়া যোগাযোগ দপ্তরের কিছু জুনিয়র সহযোগিও সম্প্রতি পদত্যাগ করেছেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top