জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি চাইলে কালশী মাঠে সমাবেশ করতে পারবে

কোনোভাবেই নয়াপল্টনের সড়কে সমাবেশের অনুমতি দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিকল্প হিসেবে কালশী মাঠে চাইলে বিএনপি সমাবেশ করতে পারবে।

তিনি বলেছেন, বিএনপি যতই নাশকতার চেষ্টা করুক, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বি‌কে‌লে রাজারবাগ পু‌লিশ হাসপাতা‌লে পল্ট‌নে বিএন‌পি নেতাকর্মী‌দের সা‌থে সংঘর্ষের ঘটনায় আহত পু‌লিশ সদস্যদের দেখ‌তে এসে তি‌নি এসব কথা ব‌লেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় মন্ত্রী ব‌লেন, বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যে পরিমাণ খাবারের মজুদ পাওয়া গিয়েছে তাতে এটি স্পষ্ট, তারা এখানে দীর্ঘসময় অবস্থানের পরিকল্পনা করছিল। ‌বিএন‌পির পা‌র্টি অফিসে পু‌লিশ হামলা ক‌রে‌ছে বিএনপির এমন দা‌বি অ‌স্বীকার ক‌রে‌ন স্বরাষ্ট্রমন্ত্রী।

নয়া পল্টনে সহিংসতার জন্য বিএনপিকেই দায়ী করে তিনি বলেছেন, সেখানে বাধ্য হয়েই বুলেট ছুড়তে হয়েছে পুলিশকে।
মন্ত্রী জানান, পুলিশ ও বিএনপির সংঘর্ষে এ পর্যন্ত মোট ৪৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন রাজারবাগ পুলিশ হাসপাতালে ও একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চায়, তাহলে এখনও আমাদের কোনও আপত্তি নেই। আমরা মনে করি বিএনপির মাথায় শুভবুদ্ধির উদয় হোক। তারা নিজেদের একগুঁয়েমি ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসুক না হয় কালশী যাক।’

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top