সোনাগাজীর সোনাপুর হাজী সেলিম কিন্ডারগার্টেন এর পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল সোমবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাজী সেলিম উর রেজা।
সোনাপুর হাজী সেলিম কিন্ডারগার্টেন এর স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা শাহ জাহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাজী আবুল কাশেম, পরিচালক মোঃ জামাল উদ্দীন, রফিক উদ্দীন আহমেদ, আনোয়ার আহমেদ, হাজী সেলিম কিন্ডারগার্টেন এর পরিচালক ও সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন বিএ।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা আমেনা বেগম শিরিন, সহকারী শিক্ষক রোকেয়া বেগম, অভিভাবক মোঃ ছাবের আহমদ, সহকারী শিক্ষক শাহিন সুলতানা, সাবিনা ইয়াছমিন কেয়া, অভিভাবক সহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
