সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক এর বদলীজনিত বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এর যোগদান উপলক্ষে বিদায় ও বরন সোমবার সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ উৎপল দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্থ সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অজয় বাবু, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, উপজেলা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা হারাধন চন্দ্র মজুমদার প্রমুখ।
