সোনাগাজী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এর সাথে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম অনীক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর মফিজুল হক, সোনাগাজী মডেল থানা ওসি তদন্ত আবুল কাশেম, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান উম্মে রুমা, সোনাগাজী উপজেলা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী সনৎ কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক কর্মকর্তা হারাধন চন্দ্র মজুমদার প্রমুখ
।
উল্লেখ্য, উক্ত মতবিনিময় সভায় বিজয়ের মাস ডিসেম্বর এই মাসে বিজয় দিবস উদযাপন সহ বিভিন্ন কর্মসূচী যথাযথ ভাবে পালন করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান।
