জাতীয়

সাভারে যুবলীগের উদ্যোগে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৯ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, গণতন্ত্রের মানসপুত্র, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অভিভাবক হোসেন শহীদ সোহরাওয়ার্দী”র ৫৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ই ডিসেম্বর রাতে সাভার পৌরসভার মজিদপুর এলাকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম (পাভল) এর নিজ বাসভবনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম (পাভেল)।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক (প্রবাল)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম (পাভেল) বলেন, আজ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, গণতন্ত্রের মানসপুত্র, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অভিভাবক হোসেন শহীদ সোহরাওয়ার্দী এর ৫৯ তম মৃত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি।
সেই সাথে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাইম তুর্য্য সহ ঢাকা জেলা,সাভার থানা,পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top