জাতীয়

সাভারে মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম ও ১০ম শ্রেনীতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ জন করে মোট ৩০৬ জন শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় ট্যাব বিতরণ করা হয়।সাভার উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
এসময় ডা.এনামুর রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষা খেতে ব্যাপক উন্নয়ন করেছে। আওয়ামী লীগ সরকার সবসময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে।
ট্যাব বিতরণে সাভার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কামরুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top