সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান বনানী থেকে গ্রেপ্তার

অপরাধ

সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান বনানী থেকে গ্রেপ্তার

মোঃ ম.ইলাহী ,
বিশেষ প্রতিনিধি :
সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ রাজধানীর বনানী থেকে রোববার গভীর রাতে গ্রেপ্তার হয়েছেন ।
রোববার গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে।
ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসহ সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের গ্রেপ্তারের মধ্যে সবশেষ সাবেক এই মন্ত্রীর গ্রেপ্তারের খবর এল।
সিলেটের এই সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে পল্টন থানায় গত ৩ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ ও মানবপাচারের অভিযোগে মামলা হয়েছে।
এ মামলায় তার সঙ্গে সাবেক সচিব আহমেদ মুনিরুছ সালেহীন, সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম হাজারী ও বেনজীর আহমেদসহ ১০৩ জনকে আসামি করা হয়েছে।
পেশায় চা ব্যবসায়ী ও পরামর্শক ইমরান সিলেট-৪ আসনে ২০০৮ সাল থেকে নৌকার টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত টানা সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *