১০ই ডিসেম্বর বিএনপির সমাবেশের আগের দিন আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টন এলাকা এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুলসহ প্রতিটি মোড়েই পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। মূল সড়কে পুলিশ ব্যারিকেড থাকায় এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। এলাকার বাসিন্দাদের পরিচয় নিশ্চিত হয়ে এবং কর্মজীবী মানুষকে আইডি কার্ড দেখিয়ে কেবল পুলিশ ব্যারিকেডের ভেতর দিয়ে চলাচল করার অনুমতি দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্সের নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে শুক্রবার সকালে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। বিএনপির কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি সেখানে।
