সাধারণত ‘ম্যাচ ডে’ থাকলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারের ডাইনিং বেশ ব্যস্ত থাকতে দেখা যায়। তবে দেশের চলমান পরিস্থিতিতে বেশ নির্জন পড়ে আছে এই জায়গাটা। আজ অবশ্য একদম ব্যতিক্রম চিত্র দেখা গেল। এখানে রাস্তার শৃঙ্খলায় সাহায্য করা শিক্ষার্থীদের বিশ্রামের জন্য সুযোগ করে দিয়েছে বিসিবি।প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালণানোর পর থেকে গত কয়েকদিনে দেশ মূলত চলছে সরকারবিহীন। তাই প্রশাসনের তৎপরতা নেই। রাস্তায় নেই ট্রাফিক পুলিশ। এই সময়ে রাস্তার শৃঙ্খলার কাজ করছেন ছাত্র-ছাত্রীরা।
প্রচণ্ড তাপদাহে ক্লান্ত হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। সঙ্গে খাবারের জন্য জায়গা ও শৌচাগারের ব্যবহার নিয়ে বিপাকে পড়ছে হচ্ছে তাদের। এই ভাবনা থেকে মিরপুর দুই নম্বরে দায়িত্বে থাকা শিক্ষার্থীদের জন্য মিরপুর স্টেডিয়ামের একটি জায়গা ছেড়ে দিয়েছে বিসিবি।
এর আগে এই শিক্ষার্থীদের বৃহস্পতিবার আড়াইশো প্যাকেট খাবার বিতরণ করে বিসিবি।ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগের কর্মচারীরা স্টেডিয়ামের আশপাশে রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করা স্বেচ্ছাসেবীদের মধ্যে খাবার বিতরণ করেন। যেখানে বার্গার ও পানির বোতল দেওয়া হয়। শিক্ষার্থীর যতদিন রাস্তায় থাকবেন, ততদিন এই প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে জানিয়ে বিসিবি