রিয়ালের সাথে আরো এক বছরের চুক্তি নবায়ন করেছেন মড্রিচ

খেলাধুলা ফুটবল

মাদ্রিদ, ১৮ জুলাই ২০২৪ (বস/এএফপি) : রিয়াল মাদ্রিদ অধিনায়ক লুকা মুড্রিচ আরো এক বছরের জন্য সান্তিয়াগো বার্নব্যুতে থাকছেন। ইউরোপীয়ান চ্যাম্পিয়ন ক্লাব সূত্র জানিয়েছে ৩৮ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের সাথে নতুন চুক্তি করেছেন।
রিয়াল মাদ্রিদের হয়ে মড্রিচ এ পর্যন্ত ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা ও দুটি কোপা ডেল রে শিরোপা জয় করেছেন।
গত দুই মৌসুমে মাত্র ৩৭ ম্যাচে মূল দলে খেলেছেন মড্রিচ। কিন্তু কোচ কার্লো আনচেলত্তির দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। গত মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডাবল শিরোপা জয় করেছেন।
গত মাসে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ইতিহাসে সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েন। ইতালির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মড্রিচ গোল করলেও ২০১৮ বিশ^কাপ রানার্স-আপরা নক আউট পর্ব নিশ্চিত করতে পারেনি।
ইতালির সাথে ১-১ গোলে ড্র করে ক্রোয়েশিরার বিদায় নিশ্চিত হবার পর মড্রিচ বলেছেন, ‘সারাজীবন খেলতে পারলে ভাল লাগতো। কিন্তু সম্ভবত বুট তুলে রাখার সময় চলে এসেছে। ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যেতে চাই, এখনো জানিনা এটা কতদিনের জন্য।’
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে সান্তিয়াগো বার্নাব্যুতে স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেবার একদিন পর মড্রিচের চুক্তি নবায়নের ঘোষনা এলো।
আগামী ১৮ আগস্ট রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাদ্রিদ তাদের লিগ শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *