রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার বেলা ১টার পর থেকে ১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে প্রধান সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। তারা সম্মিলিতভাবে জাতীয় সংগীত গেয়ে আনুষ্ঠানিক বিক্ষোভ শুরু করে। সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীদের থেকে দূরে মিরপুর–২–এর দিকে পুলিশ অবস্থান নেয়। পরে সোয়া ১টায় মিরপুর মডেল থানার ডিসি, এডিসি, ওসিসহ অন্য পুলিশ কর্মকর্তারা শিক্ষার্থীদের কাছে ডেকে কথা বলেন। তাঁরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে অবস্থান নিতে বলেন। কোনো বহিরাগত এসে যেন কোনো ধরনের সহিংসতা করতে না পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের। পুলিশ কর্মকর্তারা বলেন, ‘আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। রাষ্ট্রীয় কোনো সম্পত্তির ক্ষতি করবেন না। মিরপুর–১০–এর আশপাশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরাও অবস্থান নিয়েছেন। দুই পক্ষের মাঝে কোনো সংঘাত যেন না হয়, তার জন্য পুলিশ সতর্ক আছে। মিরপুর–১০ ছাড়াও মিরপুর–১২ ডিওএইচএসের ১ নম্বর গেটে একদল অভিভাবক ও শিক্ষার্থী ব্যানার নিয়ে অবস্থান করেন। আন্দোলনকারীরা অবস্থান নিলে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের ফুটপাতের দোকান ও মার্কেট বন্ধ করে দেওয়া হয়। দুই প্লাটুন বিজিবিও ঘটনাস্থলে উপস্থিত আছে। গতকাল শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন। রোববার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণাও দিয়েছেন তাঁরা।