জাতীয়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বৃহস্পতিবার গভীর রাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টায় তাদের নিজ বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।
এ বিষয়ে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, মির্জা আব্বাস আগের সব মামলা থেকে জামিনে আছেন। নতুন কোন মামলা দিয়ে তাকে ফাঁসাতে পারে। রাত সোয়া ৩টায় মতিঝিল জোনের যুগ্ম কমিশনার আতিক ও গোয়েন্দা পুলিশের রিফাতসহ ১৫ জন এসে তাকে তুলে নিয়ে যায়।

এদিকে, বিএনপি মহাসচিবের সহধর্মিনী রাহাত আরা বেগম বলেন, গ্রেপ্তারি পরোয়ানার কোন কাগজপত্র না দেখিয়ে আটক করার কারণ জানতে চাইলে গোয়েন্দা পুলিশ জানায় উপর মহলের আদেশে মির্জা ফখরুলকে আটক করা হচ্ছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top