বিরাট কোহলি সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের জানুয়ারিতে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে খেলার পর প্রথমবারের মতো টেস্ট ফরম্যাটে ফিরছেন তিনি। ছেলে আকায়ের জন্মের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হোম টেস্ট সিরিজ মিস করেন এই ব্যাটার।
চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরেও রানের দেখা পাননি কোহলি। তাই বাংলাদেশ সিরিজ দিয়ে ফর্মে ফেরার তাড়া থাকবে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর ৭৬ রানের সুবাদেই লড়াই করার পুঁজি পায় ভারত এবং পরে ম্যাচটি জিতেও নেয়।তবে সে টুর্নামেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৮ ম্যাচে ১৮.৮৭ গড় ও ১১২.৬৮ স্ট্রাইক রেটে করেন ১৫১ রান। শ্রীলঙ্কা সফরেও তিনি ছিলেন রানখরায়, করেছেন কেবল ৫৮ রান। তবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজেই তিনি আবার রানে ফিরবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার বাসিত আলী।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিন অঙ্ক ছুঁতে পারবেন বলে জানিয়েছেন বাসিত আলী। বাসিত তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিলেন না। শ্রীলঙ্কা সিরিজে ভালো পারফর্ম করতে পারেননি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনি বড় সেঞ্চুরি দেখতে পাবেন (বিরাটের কাছ থেকে)। ১১০ বা ১১৫ নয়, আপনি। তার কাছ থেকে ২০০ রানের নক দেখতে পারেন।’উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দুই দল।