চলাচলের রাস্তায় সাঁকো নির্মাণ নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের পেকুয়া উপজেলায় আবদুল কাদের (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের ওই এলাকার আবদুর রশিদের ছেলে।
এ ঘটনায় নিহত ব্যক্তির বাবার ও আরও তিন ভাই-বোন আহত হয়েছেন। তাঁরা হলেন নিহত ব্যক্তির বাবা আবদু রশিদ (৬০), ভাই নুরুল কাদের (৩০), বোন কুলছুমা বেগম (২০) ও হালিমা বেগম (১৮)। আহত ব্যক্তিদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন একই এলাকার আবদুল করিম (৩২) ও রুহুল আমিন (৩০)।
আহত আবদু রশিদ বলেন, চলাচল রাস্তায় সাঁকো নির্মাণ করতে চাইলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাধা দেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে তাঁরা হামলা করেন। এ সময় ভোট দিয়ে ঘরে ফিরছিলেন আবদুল কাদের। তিনি হামলাকারীদের নিবৃত্ত করতে চাইলে এলোপাতাড়ি কোপানো হয় তাঁকে। পরে তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল প্রতিবেদন করেন পেকুয়া থানার উপপরিদর্শক আবদুল জলিল। তিনি বলেন, লাশের শরীরে একাধিক স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্য হামলাকারীদের ধরতেও অভিযান চলছে।