পাইকগাছায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে র‍্যালি আলোচনা সভা

সারা বাংলা
  • শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:- “জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্যের আলোকে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ৬ই অক্টোবর রবিবার বর্ণাঢ্য  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে,যে র‍্যালিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশের উপস্থাপনায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তৃতা করেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ,ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দিন,সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া সহ আরো অনেকে। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমে কর্মী,ইউপি সদস্য,সচিব, প্রশাসনিক কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *