আগামী ২৫জুন সকাল ১০টায় স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের জনসমাবেশ হবে পদ্মা সেতুর দক্ষিণ পশ্চিম প্রান্তের মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নে। এমন খবর শুনে মাদারীপুরবাসী আনন্দে আত্মহারা।
জনসমাবেশ উপলক্ষে আজ বৃহস্পতিবার (০২ জুন) সকালে মাননীয় চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিসহ প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, পানি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিএম মোজাম্মেল হোসেন, শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ শিবচরের জনসমাবেশ স্থল পরিদর্শন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনীর চৌধুরী, মাদারীপুর জেলা প্রশাসক ড রহিমা খাতুন, জেলা পুলিশ সুপার গোলাম মোহাম্মদ রাসেলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
পদ্মা সেতুর উদ্বোধন ও আওয়ামী লীগের জনসমাবেশকে ঘিরে এখনই আনন্দ বিরাজ করছে মাদারীপুর, শিবচরসহ দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের মাঝে।
