চীনের একটি অন্যতম শিপিং কোম্পানি Seacon Ships Management Co,Ltd. এর General Manager, Capt. Wu Wei ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম পরিদর্শন করেন।
অধ্যক্ষ, ক্যাপ্টেন আতাউর রহমান তাকে স্বাগত জানান এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবগত করেন।
এরপর প্রশিক্ষণের যাবতীয় সুযোগ-সুবিধা সরেজমিনে দেখান এবং প্রশিক্ষণার্থীদের সাথে মত বিনিময় করেন।
Capt. Wu Weiকে ক্যাপ্টেন আতাউর রহমান এই ইন্সটিটিউটের প্রশিক্ষণ প্রাপ্ত নাবিকদেরকে তাদের জাহাজে চাকুরী দেয়ার জন্য অনুরোধ করেন।
Captain Wu Wei চাকরি দেয়ার আশ্বাস প্রদান করেন।
এতে বাংলাদেশী নাবিকদের চীনা কোম্পানীর সমুদ্রগামী জাহাজে চাকুরীর বাজার বৃদ্ধি পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে।
