নিত্যপ্রয়োজনীয় পুণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সাভার উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

জীবনযাপন

গোলাম সারওয়ার সজলঃ
সাভারের নামা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে চাল, ডিম, মুরগি, সবজিসহ বিভিন্ন দোকানে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল নূর ও খাদ্য নিয়ন্ত্রক কাকন রাণী বসাক ।বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নামা বাজারে এ অভিযান পরিচালনা করেন। এসময় দোকানে মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় ও কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অধিক লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করতে না পারে সেদিকে বিশেষ নজর দেয়া সহ যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।বিভিন্ন দোকানে বিভিন্ন দোকানে ট্রেড লাইসেন্স মূল্য তালিকা এবং মূল্যবৃদ্ধির জন্য বিভিন্ন দোকানিকে জরিমানা করা হয়।
উপজেলানির্বাহী কর্মকর্তা আবু বকর জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রনে এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *