ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে অধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মেঘনা নদীর জাফরাবাদ ও নতুনচর বালুমহালে অভিযান পরিচারনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু মুসা জানান, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ ও নতুনচর এলাকায় সরকার নির্ধারিত ড্রেজার মেশিনের চেয়ে অধিক ড্রেজার মেশিন দিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা কালে সরকার নির্ধারিত ড্রেজার মেশিন থেকে অধিক সংখ্যক ড্রেজার মেশিন দিয়ে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন করায় দায়ে ড্রেজার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় বালু মহালের ইজারাদারকে ইজারার শর্ত মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় নবীনগর থানা পুলিশ উপস্হিত ছিলো।