ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড-সিরাজগঞ্জে

অপরাধ

সিরাজগঞ্জের কাজিপুরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সোনাউল্লা (৫৪) নামে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া আসামির সম্পত্তি থেকে ধর্ষণের কারণে জন্মগ্রহণ করা সন্তানের ভরণ-পোষণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। সোনাউল্লাহ কাজিপুর উপজেলার চন্দনপুর গ্রামের হাতেম ভূঁইয়ার ছেলে। আদালতের পেশকার মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৫ জানুয়ারি দুপুরের দিকে শারীরিক প্রতিবন্ধী তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন সোনাউল্লাহ। এতে গর্ভবতী হয়ে পড়ে ওই প্রতিবন্ধী তরুণী। পরে বিষয়টি পরিবার জানতে পেরে বিয়ের জন্য সোনাউল্লাহকে চাপ দেয়। কিন্তু সোনাউল্লাহ বিয়ে করতে টালবাহানা করায় পরিবারের লোকজন বিষয়টি মাতব্বর জানায়। এতে সোনাউল্লাহ ক্ষিপ্ত হয়ে ধর্ষণের শিকার তরুণীর বসতভিটা ভাঙচুর করে। পরে নির্যাতিত প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে ২০০৫ সালের ২৩ জুন কাজিপুর থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *