সারা দেশে বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৬৩ জন।
এই জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগী ভর্তি হয়েছে ২৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৪১ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১০৫ জন।
আজ বৃহস্পতিবার (৮ই ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২১২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৬৯০ জন, আর বাকি ৫২২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫৯ হাজার ৬৯৫ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৩৭ হাজার ৭৯৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি রোগী ২১ হাজার ৯০০ জন।
একই সময় সারা দেশে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত সর্বমোট রোগী ৫৮ হাজার ২২০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৬ হাজার ৯৪৩ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগী মোট ২১ হাজার ২৭৭ জন।
চলতি বছরের ২১শে জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২০২০ সালে করোনাভাইরাস মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা যায়নি। তবে গত বছরের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন।
একই সময়ে এই জ্বর থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন রোগী।
