ঢাকার মহাসড়কে যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন

অন্যান্য

গোলাম সারওয়ার সজলঃ
ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা এলাকায়  যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলা প্রশাসন। এসময় নিষিদ্ধ স্থানে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করার অপরাধে পিকআপ ভ্যান সহ বিভিন্ন গাড়িতে  ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়ক গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি এস এম রাসেল নুর।
সাভারে ঢাকা আরিচা মহাসড়কে সড়কের  পাশে গেন্ডা বাসস্ট্যান্ডে মোহাম্মদিয়া পাইকারি কাচাবাজার।এই কাচাবাজারে ট্রাকে করে সারা দেশ থেকে আসা মালবাহী পণ্য সড়কের  পাশে লোড আনলোড করা হয়। পাশাপাশি আশেপাশের এলাকার কাঁচা বাজারগুলোতে অটোরিকশাযোগে  মালামাল সরবরাহ করা হয়। যার ফলে  প্রতিদিন সকালে সৃষ্টি হয় তীব্র যানজটের।এতে করে অফিস গামী মানুষ সহ এই সড়কে যানবাহনে চলাচলকারী অসংখ্য  যাত্রীদেরকে পড়তে হয় চরম ভোগান্তিতে।মূলত সড়কের পাশে থাকা কাচাবাজারের কারণেই যানজটের সৃষ্টি হয়। তাই যানজট নিরসনে সাভার উপজেলা প্রশাসনের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *