ঢাকার বায়ুদূষণ কিছুটা কমেছে বৃষ্টির কারনে

আবহাওয়া নগর জীবন

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের ছোট-বড় শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। মেগাসিটি ঢাকার বাতাসেরও একই অবস্থা। তবে বৃষ্টিতে শহরটির বাতাসে দূষণ কিছুটা কমেছে।সোমবার ঢাকার বাতাসে দূষণ মাঝারি অবস্থায় রয়েছে। তবে সবচেয়ে বেশি বায়ুদূষণের কবলে রয়েছে পাকিস্তানের লাহোর।

এদিন সকাল ৯টা ৪২ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ৭১ স্কোর নিয়ে ৩৩ নম্বরে রয়েছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিলের পাউলো সো, ১৫৬ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয় অবস্থানে করছে ইরাকের বাগদাদ। আর ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা কাতারের দোহার স্কোর ১৪৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *