জাতীয়

ঠাকুরগাঁওয়ে মালিকানা জমি বে’আইনীভাবে খেলার মাঠ দাবি করার প্রতিবাদে মানব বন্ধন

 

আব্দুস সালাম রুবেল (ঠাকুরগাঁও প্রতিনিধিঃ)

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ব্যক্তি মালিকানাধীন জমি বেআইনীভাবে খেলার মাঠ দাবি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (৬ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের চৌরাস্তায় বিভিন্ন ব্যানার ফেসটুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী ভূক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, গড়েয়াতে যে জমিটি খেলার মাঠ দাবি করা হচ্ছে সেটি আসলে আমাদের মালিকানা সম্পত্তি।

সরকারের কোন নথিতে সেটি খেলার মাঠ উল্লেখ নাই। সেখানে আমাদের রোপন করা গাছ বড় হচ্ছে। কিন্তু স্থানীয় কিছু দুষ্কৃতিকারী চাঁদা দাবি করছেন। চাঁদা না পাওয়ায় আমাদের সমস্যা করছে তারা। আমরা জমি বিক্রি করেছি। জমির মালিকরা সেই জমি দখল নিতে গেলে আমাদের সন্ত্রাসী দিয়ে হামলা করছে। আমার জমি আমি বিক্রি করতে পারব না এটা তো হতে পারেনা। যদি সেটা খেলার মাঠই হবে তাহলে সরকার হস্তক্ষেপ করুক। সরকার প্রমাণ করুক যে সেটি খেলার মাঠ। আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবিতে মানববন্ধন করছি। আমাদের সম্পত্তি বিক্রির অধিকার আমাদের আছে। আমার পরিবার নিয়ে এখানে দাড়িয়েছি এর সুষ্ঠু সমাধানের দাবিতে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top