জাতীয়

ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

 

আব্দুস সালাম রুবেল( ঠাকুরগাঁও প্রতিনিধিঃ)

ঠাকুরগাঁওয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত” এই শ্লোগানে রোববার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা প্রশাসন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে আলোচনা সভায় সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো: জিয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম চৌধুরী, বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান মো: বনি আমিন, নারগুন ইউপি চেয়ারম্যান মো: সেরেকুল ইসলাম, রহিমানপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু, সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার পরুল বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সংস্থার কর্মকতা-কর্মচারী, সাংবাদিক, উপকারভোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয় এবং গুরুত্বপুর্ন সুপারিশমালা উঠে আছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top