বাংলাদেশ জামায়াতে ইসলামী সাভার পৌর শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে সাভার থানা রোডের মামুন কমিউনিটি সেন্টারে সাভার পৌর জামায়াতের আমীর আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাভার থানা জামায়াতের আমীর আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইজ্জত উল্লাহ বলেন, কোরআনের আলোকে ৪ দফা কর্মসূচির ঘোষণা করেন, যারা নামাজ ও যাকাত কায়েম করে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দেয় তাদেরকে আগামীতে সরকার গঠনের জন্য বাছাই করতে হবে। সমাজে আর কোনো স্বৈরাচারের যাতে আগমন না ঘটে সেদিকে সজাগ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা অর্জন হয়েছে, ধরে রাখার দায়িত্ব আমাদের, তাই সবাইকে কুরআনের আলোকে সমাজ গঠনের জন্য কাজ করার আহবান জানান। এছাড়া সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান এই কেন্দ্রীয় নেতা।বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা (উত্তর) আমীর অধ্যক্ষ মাওঃ আফজাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারী মাওলানা শাহাদাৎ হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা (উত্তর) রাজনৈতিক সেক্রেটারী ও সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাসান মাহবুব মাষ্টার, ঢাকা জেলার আইন ও মানবাধিকার সেক্রেটারি এডভোকেট শহীদুল ইসলাম, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, জেলা সংস্কৃতিক সেক্রেটারী লুৎফর রহমান, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারী আসাদুজ্জামান জীম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা জেলা (উত্তর) সভাপতি আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।