গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তি কার্যক্রম বাস্তবায়ন উপলক্ষে এক আলোচনা সভা মহিমাগঞ্জ রোডস্থ কার্যালয়ে ৮ মে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ উেপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিল্লুর রহমান সরকার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সদস্য নবায়ন ও ভর্তি কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব ও জাতীয় অর্থনীতি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ কামরুল ইসলাম।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদ খসরু মাহমুদ, সাংবাদিক ওয়াজেদ আলী, আবু তারেক, নাদিরা সরকার, শহিদুল ইসলাম খোকন, শামসুল হক, সিজু মিয়া ও জাকির হোসেন প্রমুখ।