শেখ হাসিনার পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন বলে জানালেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শনিবার সাংবাদিকদের সঙ্গে এক আলাপে এ কথা বলেন তিনি। এছাড়াও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচারের প্রশ্ন তুলে তদন্তের দাবি করেছেন অভিনেত্রী।
নতুন বাংলাদেশে কোন বৈষম্য দেখতে চাননা বলেও অভিমত জানান তিনি। অভিনেত্রীর কথায়, ‘একেবারে বৈষম্যবিরোধী, কোনরকম বৈষম্য থাকবে না এমন বাংলাদেশ দেখতে চাই। যেখানে সরকার এবং জনগণের মধ্যে কোন দূরত্ব থাকবে না। যেখানে জনগণ চাইলেই সরকারের যেকোন কিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে। এছাড়াও সরকার ব্যবস্থা, রাষ্ট্রগঠন সমস্তকিছু নিয়ে প্রশ্ন তুলতে পারবে।’
শেখ হাসিনার পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করছেন জানিয়ে চমক বলেন, ‘একটা ভাল বিষয় যে, আমরা এখন প্রশ্ন তুলতে পারছি। আগে প্রশ্ন তুললেই আয়নাঘরে নিয়ে যাওয়া হত। এখন আপনাদের সঙ্গে কথা বলতে গেলে দুইবার চিন্তা করতে হয় না। কী বললে আমাকে আটকাবে, গুম করে রেখে দেবে, এই চিন্তা নাই।’
দেশের অর্থনীতির সংকটের বিষয়টি সামনে এনে চমক বলেন, ‘শেখ হাসিনা অনেক তথ্যই জানেন। তিনি বলতে পারবেন তার মন্ত্রীরা কতটাকা পাচার করেছেন। শেখ হাসিনাকে ধরে তদন্ত করলেই সব বের হয়ে আসবে। এই টাকাগুলো নিয়ে আসা হোক, এই টাকা জনগণের, টাকাগুলো জনগণের কাজে লাগান হোক।’
চমক বলেন, ‘এরপর যে সরকার আসবে, সেই সরকারের অধীনে যেন আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে বলতে পারি। এটাই আমার চাওয়া।’
‘বিভিন্ন স্থাপনা যেমন সিনেমা হল, ভাস্কর্য ভাঙা হচ্ছে, তা নিয়ে ধিক্কার জানাই, এবং আমার বিশ্বাস এগুলা কোনো শিক্ষার্থীরা করছে না।’- বললেন চমক।
সবশেষ চমক বলেন, ‘এখন দ্রুত আমাদের শিল্পীদের একটি কমিটি গঠন করা উচিৎ। যেটি আমাদের সাংস্কৃতিক অঙ্গন রক্ষার কাজে দেবে। যারা মূলধারার শিল্পী, যাদের রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ছাড়া শুধু শিল্পীদের কথা ভাবে তাদের নিয়ে কমিটি গঠন ক্রয়া উচিৎ।’