খিলগাঁয়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে গ্রেফতারকৃত ২ জনকে আদালতে প্রেরণ ।

আইন-আদালত

মোঃ ম.ইলাহী ,
বিশেষ প্রতিনিধিঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় রানা ( পিস্তল রানা ) ও তাজুল ইসলাম নামে দুই জনকে খিলগাঁও এলাকা হতে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) তাদের গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট খিলগাঁও থানার মালিবাগ কমিউনিটি সেন্টারের কাছে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাব্বির হোসেন নামে এক জন গুলিবিদ্ধ হয়। উপস্থিত লোকজন আহত সাব্বিরকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন সাব্বির। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাব্বিরের ওপর আক্রমণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃ দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *