কোয়াক বিরোধী অভিযান দেখে আনন্দে পুলকিত হচ্ছেন?
এমনও তো হতে পারে – এটা ডিপ্লোমাদের একটা চাল, ডিপ্লোমা’ রা এটা দেখিয়ে আমাদের নজর সরিয়ে রাখতে চাচ্ছে।
উদ্দেশ্য – কোয়াক বিরোধী অভিযান দেখে আমরা তৃপ্তির ঢেকুর তুলবো আর ওদিকে তারা তাদের অনুমোদন বের করে আনবে৷
আপনারা কি জানেন ডিপ্লোমাদের বিরুদ্ধে বিএমডিসির করা রিটে আমাদের পক্ষের উকিল কে?
বিএমডিসি সরকারি প্রতিষ্ঠান তাই আমাদের পক্ষে আনন্দ বাবু নামের একজন সরকারি উকিল আদালতে কথা বলেন।
বিনিময়ে উনাকে একটা নূন্যতম মজুরি দেয় সরকারি হিসেব অনুযায়ী ।
অন্যদিকে ডিপ্লোমা দের সংগঠন “বাংলাদেশ ডেন্টাল পরিষদ” কোটি টাকা বাজেট করে নামকরা আইনজীবী নিয়োগ দিয়েছে।
আর বিএমডিসির উকিল টাকার কাছে বিক্রি হয়ে যাবেনা – এটার নিশ্চয়তা কি?
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির তরফ থেকে এককভাবে নতুন রিট/ মামলা না করলে অতি শীঘ্রই ডিপ্লোমারা স্যাকমোদের মতো বিএমডিসির অনুমোদন এবং চিকিৎসা দেবার অনুমতি পেতে যাচ্ছে।
গোপন সূত্র থেকে তাদের রোড ম্যাপ যেটা শোনা যাচ্ছে তা হলো – স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে।
বিএমডিসি কে চাপ দিচ্ছে ডিপ্লোমাদের অনুমোদন দেবার জন্য কিন্তু বিএমডিসি সেটা দিতে পারছেনা রিট এর রায় না হবার কারণে এদিকে রিটের রায় নিজেদের পক্ষে পাবার জন্য সব ধরনের চেষ্টা / ব্যবস্থা ডিপ্লোমাদের সংগঠন “বাংলাদেশ ডেন্টাল পরিষদ” নিচ্ছে। তাদের প্রতিটি মেম্বার ১০ হাজার টাকা করে জমা দিয়েছে (১০ হাজার মেম্বার x ১০ হাজার টাকা = ১০ কোটি টাকা) ১০০ টির উপর প্রাইভেট ডিপ্লোমা প্রদানকারী প্রতিষ্ঠান আছে তারাও প্রত্যেকে লক্ষাধিক টাকা দিয়ে সাহায্য করছে আইনগত ভাবে ফাইট দেবার জন্য। কারন তাদের বিজনেস একলাফে বেড়ে যাবে ডিপ্লোমারা চিকিৎসার অনুমতি পেলে। রিটের রায় পেলে যদি বিএমডিসি অনুমোদন নাও দেয় তাহলে – সংসদীয় কমিটির মাধ্যমে বিএমডিসিকে পাশ কাটিয়ে নতুন করে আইন প্রনয়নের “প্লান বি” করা আছে তাদের।
প্রফেশনের এই দূর্যোগে আমাদের প্রস্তুতি কি রকম? আমরা কি আমাদের নেতারা ডাক দিলে সবাই একযোগে রাজপথে নামতে প্রস্তুত আছি? রিটের প্রয়োজনে প্রত্যেকে ১০-১৫ হাজার টাকা জমা করার মানষিকতা পোষণ করি???? আমি বিশ্বাস করি প্রফেশনের এই দূর্যোগে ১২ হাজার বিডিএস ডেন্টাল চিকিৎসক কান পেতে অপেক্ষায় আছে শুধুমাত্র একটা ডাকের জন্য….
ডা. আরিফুর রহমান, সিলেট
বিএমডিসি ২২৭৪
