খেলাধুলা

কোচের সাথে বাগদানের ঘোষণা দিলেন কেভিতোভা

কোচ জিরি ভানেকের সাথে বাগদানের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন দুইবারের উইম্বলডন বিজয়ী পেত্রা কেভিতোভা।
চেক প্রজাতন্ত্রের ৩২ বছর বয়সী  এই খেলোয়াড় টুইটারে এ সম্পর্কে লিখেছেন, ‘খুশীর একটি খবর তোমাদের সবার সাথে ভাগাভাগি  করতে চাই, বিশেষ একটি স্থানে আমি ‘হ্যাঁ’ বলেছি।’
এ সময় অল ইংল্যান্ড ক্লাবে দাঁড়ানো দুজনের একটি ছবি শেয়ার করেছেন কেভিতোভা যেখানে তার আঙ্গুলে রিং দেখা যাচ্ছে।
২০১১ ও ২০১৪ সালে এই অল ইংল্যান্ড ক্লাবেই দুটি উইম্বলডন শিরোপা জয় করেছেন কেভিতোভা। ২০১৬ সালে তিনি কোচ হিসেবে ৪৪ বছর বয়সী ভানেককে নিয়োগ দেন। আগেও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভানেক। সেই ঘরে তার দুটি পুত্র সন্তান রয়েছে।
গত সপ্তাহে ডব্লিউটিএ সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে ক্যারোলিন গার্সিয়ার কাছে পরাজিত হয়েছেন কেভিতোভা।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top