জাতীয়

কুমিল্লা আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লা টাউন হল মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সাবেক রোটারী গভর্ণর ও বিশিষ্ট শিক্ষানুরাগী দিলনাশিঁ মোহসেন, কলেজ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক শাহ মোহাম্মদ আলমগীর খান।

অনুষ্ঠানের বক্তারা ছাত্র—ছাত্রীদের উদ্দেশ্য বলেন— মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিজেকে যোগ্য করতে হবে।
বাংলাদেশ কিভাবে এগিয়ে গেছে, কিভাবে বিশ্ব সভায় মাথা উঁচু করে দাড়িয়েছে এটা তোমাদেরকে জানতে হবে।
চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হিসাবে নিজেদেরকে গড়তে হবে।
নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে।
সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে।
সর্বপরি নিয়মিত লেখাপাড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।
হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক মো. ইমতিয়াজ মজুমদার এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন— সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার।

অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত, গীতা পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আহম্মেদ, মোসা. নাজনিন আক্তার, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের আইরিন আক্তার এ্যানি, মাহমুদা আক্তার মজুমদার, রোকসানা আক্তার শান্তা, ব্যবসায় শিক্ষা বিভাগের তাসলিমা আক্তার ইভা।

দ্বিতীয় পর্বে ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় সাংস্কৃতিক পর্বে দেশের গান পরিবেশন করেন— অতনু ধর, প্রমীত রায়, আবৃতি করেন— রোকসানা আক্তার শান্তা, নৃত্যে অংশগ্রহণ করেন— অনিক মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মো. হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, ফয়েজুল হাসান বাবু, সুফিয়া আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সুনীল চন্দ্র দাস, কলেজ হিসাবরক্ষক সোহেল রানাসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top