বাছাই পর্বের সেরা দল হয়েই ১৫তম এশিয়া কাপের মূল পর্বে খেলার টিকিট পেল হংকং।
বাছাই পর্বে চার দলের মধ্যে ৩ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেরা হয়েই মূল পর্বে ‘এ’ গ্রুপে খেলবে হংকং। হংকং-এর গ্রুপে আছে দুই চিরপ্রতিন্দ্বন্দি ভারত ও পাকিস্তান।
৩১ আগস্ট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে হংকং। ২ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে হংকং। গ্রুপ পর্বে সেরা দু’দলের মধ্যে থাকলেই সুপার ফোরে খেলার সুযোগ পাবে তারা।
গতরাতে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে হংকং ৮ উইকেটে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। প্রথমে ব্যাট করে ১৪৭ রানে অলআউট হয় আরব আমিরাত। জবাবে ১৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে হংকং।
বাছাই পর্বে এর আগে সিঙ্গাপুরকে ৮ রানে ও কুয়েতকে ৮ উইকেটে হারিয়েছিলো হংকং।
হংকংয়ের পর পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে ছিলো কুয়েত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আরব আমিরাত। ৩ ম্যাচ খেলে জয়হীন থেকে খালি হাতে চতুর্থস্থানে ছিলো সিঙ্গাপুর।
শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ দিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের মূল পর্ব। শ্রীলংকা-আফগানিস্তানের সাথে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। ৩০ আগস্ট আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে টাইগারার। পহেলা সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
১১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে এশিয়া কাপ।
