এবার উত্তরা পূর্ব থানায় নতুন ওসি

সারা বাংলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তার নাম শাহ আলম।

 

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়, শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে উত্তরা পূর্ব থানার ওসি হিসাবে বদলি করা হয়েছে।কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সহিংসতার পর একের পর এক ডিএমপির বিভিন্ন থানার ওসি বদল করা হচ্ছে। এর আগে ৩১ জুলাই ডিএমপির লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু ছালাম মিয়াকে বাড্ডা থানার ওসি হিসাবে বদলি করা হয়। তার আগে ধানমন্ডি থানায় মোহাম্মদ এমরানুল ইসলাম, রামপুরা থানায় মোহাম্মদ রিজাউল হক এবং দক্ষিণখান থানায় মো. আশিকুর রহমানকে ওসি হিসাবে বদলি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *