ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি ব্যক্তি নিহত

আন্তর্জাতিক

নাবলুস (ফিলিস্তিন), ১৩ আগস্ট, ২০২৪ (বস ডেস্ক) : ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা একজন আক্রমণকারীকে গুলি করে হত্যা করেছে। সে ইসরায়েলি এক বেসামরিক নাগরিককে গুলি করেছিল। খবর এএফপি’র।
রামাল্লা ভিত্তিক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১৮ বছর বয়সী তারিক জিয়াদ আব্দুল রহিম দাউদ পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কালকিলিয়ার পূর্বে আজজুন শহরের কাছে দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত হামলাকারী ‘কালকিলিয়া শহরে থাকা একজন ইসরায়েলি বেসামরিক নাগরিককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল।’  ফিলিস্তিনি এলাকাগুলোতে ইসরায়েলীদের যেতে নিষেধ করা সত্ত্বেও ওই বেসামরিক নাগরিক সেখানে যাওয়ায় সে এ হামলার শিকার হয়।
সামরিক বাহিনী জানিয়েছে, সেখানে আরও দুই ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *