আন্তর্জাতিক

আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অতীতের যেকোনো সময়ের চেয়ে প্রবাসীদের নানাবিধ সমস্যা ও সফলতা প্রচারে গণমাধ্যমকর্মীরা বেশ অগ্রণী ভূমিকা পালন করছেন। যখনই প্রবাসীরা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়ছেন দূতাবাস ও কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে সমাধানের পথ বের করতে সহযোগিতা করছেন আমিরাতে বসবাসরত প্রবাসী সাংবাদিকেরা। সাহসিকতার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হচ্ছেন।

গতকাল মঙ্গলবার ২৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র ইফতার ও দোয়া মাহফিলে অতিথিরা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

সাধারণ সম্পাদক মুহাম্মদ মুরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (পাসপোর্ট) মোহাম্মদ কাজি ফয়সাল, বিশিষ্ট ব্যবসায়ী রাজা মল্লিক, আবু হেনা, শওকত মোল্লা, নাজমুল হক, জাহাঙ্গীর আলম রুপু, ইমাম হোসেন জাহিদ পারভেজ।

এসময় কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা যাতে দ্রুত সময়ে আমাদের জানাতে পারেন সেজন্য কনস্যুলেটে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকদের জন্য আলাদা ব্যবস্থা করে রাখা হয়েছে। সাংবাদিকেরা দেশের স্বার্থে, প্রবাসীদের সমস্যার কথা আমাদের জানাতে প্রেস কার্ড দেখিয়ে যেকোনো পরিস্থিতিতে কনস্যুলেটে প্রবেশ করতে পারবেন৷

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, প্রেসক্লাবের সহ সম্পাদক সনজিত কুমার শীল, সহ সম্পাদক মোদাসসের শাহ, সহ সম্পাদক আব্দুল আলিম সাইফুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ শাহীন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইশতিয়াক আসিফ, সৈয়দ খোরশেদ আলম, শামসুল হক, মুহাম্মদ মেহেদি, মামুন, সাগর প্রমুখ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top