আন্তর্জাতিক

আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের শীতবস্ত্র বিতরণ ও নারী কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাত আজমান জারাপ লেবার ক্যাম্প এলাকায় প্রায় দুই শতাধিক বাংলাদেশী মহিলা শ্রমিকের কাছে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপ।
এ উপলক্ষে গত (১০ ডিসেম্বর) শনিবার আল জারাফ ক্যাম্প হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেডিস গ্রুপের সভানেত্রী মিসেস আবিদা হোসেন।

লেবার কাউন্সিলর ফাতেমা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রেবেকা সুলতানা কাকলি, জুলি জাফর, ড. জিনাত রেজা খান, ইয়াসমিন মেরুনা, শাহিন শেফা, হেলেনা পারভিন, ফাহমিদা চৌধুরী, স্বপ্না মনি, নাহিদা পারভিন মুন্নি, শবনম আক্তার, মাহবুবা সিদ্দিকা, শিরিনা আফরোজ, শাহেদা আক্তার মিতু, ডলি রহমান, তানজিলা ও সাইদা ইসলাম।

অনুষ্ঠানে লেডিস গ্রুপের অনেকে বক্তব্য রাখেন। লেডিস গ্রুপের সভানেত্রী মিসেস আবিদা হোসেন, অসহায় প্রবাসীদের সাহায্য সহযোগিতায় তাদের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিকে আরো এগিয়ে নেয়ার লক্ষে আপনারা বৈধ পথে রেমিটেন্স পাঠান। কারণ আপনার প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক বড় চালিকাশক্তি।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top