একদিনে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, এজন্য সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন বলে মনে করেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ’আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস‘ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় দুর্নীতিবাজদের বয়কটের আহ্বান জানান দুদক চেয়ারম্যান। এর আগে, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে, ’আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস‘ এর মানববন্ধনে যোগ দেন দুদক চেয়ারম্যান, কমিশনার ও সচিবসহ সংশ্লিষ্টরা।
জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে ’আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ ঘোষণা করে। দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।
