জাতীয়

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতিবাজদের বয়কটের আহ্বান দুদক চেয়ারম্যানের

একদিনে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়, এজন্য সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন বলে মনে করেন দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ।

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ’আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস‘ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় দুর্নীতিবাজদের বয়কটের আহ্বান জানান দুদক চেয়ারম্যান। এর আগে, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে, ’আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস‘ এর মানববন্ধনে যোগ দেন দুদক চেয়ারম্যান, কমিশনার ও সচিবসহ সংশ্লিষ্টরা।

জাতিসংঘ ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে ’আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’ ঘোষণা করে। দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top