স্প্যানিশ ফুটবল ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার সামুয়েল লিনো।
নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিকো।
পর্তুগিজ ক্লাব জিল ভিসেন্তে থেকে পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকোতে যোগ দেন লিনো। ট্রান্সফার ফি নিয়ে কিছু জানায়নি অ্যাথলেটিকো ক্লাব।
তিন মৌসুমে ভিসেন্তের হয়ে ৯৯ ম্যাচে ২৬ গোল করেছেন লিনো।
