জাতীয়

অর্থ আত্মসাত ও নিয়োগ জালিয়াতির অভিযোগে বরখাস্ত হলেন অধ্যক্ষ নাসিমা পারভীন

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার খিলগাঁও থানাধীন গোড়ান আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব নাসিমা পারভীনের বিরুদ্ধে অর্থ আত্মাসাত ও নিয়োগ জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য মতো দীর্ঘদিন ধরে অধ্যক্ষএর বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ ছিল।
সেই অনিয়ম গুলো গভর্নিং বডির সভাপতির নিকট অভিযোগ আকারে আসার পর সভাপতি গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠানের সাবেক একজন সহকারী প্রধান শিক্ষক ও বর্তমান গভর্নিং বডির ৪ জন শিক্ষক প্রতিনিধি সহ একটি তদন্ত কমিটি গঠন করেন।

এরই সূত্র ধরে অধ্যক্ষ জনাব নাসিমা পারভীন ও সভাপতির মধ্যে টানাপোড়েন দেখা দেয়।পাশাপাশি অধ্যক্ষের যোগদানের পর থেকে ৩০জুন ২০২২ পর্যন্ত বিশেষ অডিট করানো হয়।বিশেষ অডিট প্রতিবেদন ও তদন্ত কমিটির প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে।

অধ্যক্ষ নাছিমা পারভীন গভর্নিং বডির কোন রেজুলেশন ছাড়া প্রতিষ্ঠান থেকে প্রায় ২৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এছাড়া ও তার বিরুদ্ধে শিক্ষক নিয়োগ জালিয়াতির সকল অভিযোগ প্রমাণিত হয়।

বরখাস্তের বিষয়ে জানতে চাইলে সহকারী প্রধান শিক্ষক জনাব শফিকুর রহমান বলেন অধ্যক্ষ জনাব নাসিমা পারভীন দীর্ঘদিন যাবতই এই ধরনের অনিয়ম করে চলেছেন।বারবার তাকে সতর্ক করা হলেও তিনি সাবধান হননি। ওনাকে অনেক আগেই বরখাস্ত করা দরকার ছিল।

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র শিক্ষক বলেন অধ্যক্ষ এই প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান তলানিতে নামিয়ে এনেছেন। ওনি একেক জনকে একেক রকম সুবিধা দিয়ে নিজের কাছে টেনে নিতেন। ওনার বিরুদ্ধে কোন কথা বললেই চাকরি থাকবে না বলে হুমকি দিতেন।ওনাকে বরখাস্ত করায় আমরা সবাই খুশি।

বরখাস্তের বিষয়ে জানতে চেয়ে অধ্যক্ষকে বারবার ফোন দিলে ও ওনি ফোন ধরেননি।

গভর্নিং বডির সভাপতির নিকট বরখাস্তের ব্যাপারে জানতে চাইলে বলেন অধ্যক্ষের বিরুদ্ধে আনিত বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত কমিটি ও অডিট কমিটির প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় ২৩/০২/২০২৩ ইং তারিখ অনুষ্ঠিত গভর্নিং বডির ১১ তম সভায় উপস্থিত সদস্যগনের সর্ব সম্মতি ক্রমে অধ্যক্ষকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। অধ্যক্ষকে টাকা ফেরত দেওয়ার জন্য পত্র প্রদান করা হয়েছিল। ওনি টাকা ফেরত না দেওয়ায় মামলা করার প্রক্রিয়া চলছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

To Top