অভয়নগরে নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সারা বাংলা

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

যশোরের অভয়নগর উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার তালতলা অফিস কার্যালয়ের কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের (প্রত্যাশা-২) অধীনে এ সম্মেলন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রি-ইন্টিগ্রেশন মেসকাতুল আরিফিন। উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া  প্রেসক্লাবের সভসপতি ও সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সানা, উপজেলা ফিল্ড প্রোগ্রাম অর্গানাইজার বিপুল কুমার বৈরাগী প্রমুখ।বিদেশ ফেরত অভিবাসীদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রম প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সিলিং, সামাজিক পুনরেকত্রীকরণ, বিভিন্ন প্রশিক্ষণ ও রেফারেল সেবা প্রদান করবে তা প্রবাস বন্ধু ফোরাম মিটিং এ উপস্থিতির মাঝে তুলে ধরা হয়। বিদেশ ফেরত অভিবাসীদেও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এমআরএসসি যশোর অফিসে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়। ফারামের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে মিটিং এর সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *